শুক্রবার, আগস্ট ৮, ২০২৫

খুলনায় শেখ হেলাল ও শেখ জুয়েলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

এই দুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই।

by ঢাকাবার্তা
খুলনায় শেখ হেলাল ও শেখ জুয়েলের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

খুলনা প্রতিনিধি ।। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি চলাকালে খুলনায় আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়, খুলনা প্রেস ক্লাব ও জেলা পরিষদে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দীন জুয়েলের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একটি বিক্ষোভ মিছিল থেকে এ ঘটনা ঘটে। এই দুজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ দুপুরে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে নগরের শেরেবাংলা রোডে শেখ বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় ওই বাড়ির সামনে কোনো পুলিশ বা নেতা–কর্মী ছিলেন না। একপর্যায়ে তাঁরা গেট ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। হামলাকারীরা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় বাসিন্দারা এলেও আগুন নিয়ন্ত্রণের আগেই সব পুড়ে যায়।

বেলা সাড়ে তিনটার দিকে ওই বাড়িতে আরেক দফা হামলার ঘটনা ঘটে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net