সোমবার, এপ্রিল ২১, ২০২৫

মধুমেলায় রাজগঞ্জ পর্যটন ক্লাবের দুই শতাধিক সদস্য সংগ্রহ

by ঢাকাবার্তা
মধুমেলায় রাজগঞ্জ পর্যটন ক্লাবের স্টল

মনিরামপুর প্রতিনিধি ।।

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মধুমেলায় রাজগঞ্জ পর্যটন ক্লাবের ( আরটিসি) স্টল সাড়া ফেলেছে। সপ্তাহব্যাপী মেলায় প্রতিদিন পর্যটনপ্রেমীরা ভিড় জমিয়েছেন স্টলে। এসময়ে যশোর অঞ্চলের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে ২১৮ জন স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য হয়েছেন।

রাজগঞ্জ পর্যটন ক্লাবের স্টলে যশোরের ঐতিহ্যের স্মারক পণ্য ছাড়াও সম্ভাবনাময় পর্যটন খাত নিয়ে ছিলো বিশেষায়িত কর্ণার। যা পরিদর্শনের সাথে সাথে আগ্রহীরা নিজেদের পরামর্শও জমা দিয়েছেন।

আরটিসি’র নির্বাহী পরিচালক মোঃ মুতাছিম বিল্লাহ বলেন, ‘যারা আগ্রহ নিয়ে সদস্য হয়েছেন, তাদের জন্য ধারাবাহিক মতবিনিময় এবং প্রশিক্ষণের আয়োজন করা হবে। আইডিয়া বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি হাতে নেওয়া হবে। যার মাধ্যমে সমৃদ্ধ হবে যশোরের পর্যটন খাত।’

যশোর জেলার মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার অর্ধডজন বাওড়কে ঘিরে পরিবেশবান্ধব পর্যটন শিল্প গড়ার লক্ষ্য নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় রাজগঞ্জ পর্যটন ক্লাব(আরটিসি)। জনসম্পৃক্ততামূলক বিভিন্ন কর্মসূচি করে আসছে সংগঠনটি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net