রবিবার, মার্চ ১৬, ২০২৫

‘বিজিবি ছাড়া সব বাহিনীর বিরুদ্ধে গুমের সাথে সম্পৃক্ততা মিলেছে’

আয়নাঘরের চেয়েও নিকৃষ্টতম সেলের সন্ধান মিলেছে, যা ছিল র‌্যাবের তত্ত্বাবধানে।

by ঢাকাবার্তা
গুম

স্টাফ রিপোর্টার ।। 

বিজিবি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বাকি সব বাহিনীর বিরুদ্ধে গত ১৬ বছরে গুমের সাথে সম্পৃক্ততা মিলেছে। সন্ধান মিলেছে আয়নাঘরের চেয়েও নিকৃষ্টতম সেলের, যা ছিল র‌্যাবের তত্ত্বাবধানে। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। গুমের কারণ বেশিরভাগই রাজনৈতিক। বিদেশি কোনো রাষ্ট্রের সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

কমিশনের কর্মকান্ড সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি।

জানানো হয়, ৩১ অক্টোবর পর্যন্ত কমিশনে ১,৬০০ এর বেশি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৩৮৩ টি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। এর মাঝে ১৭২ টিতে র‌্যাবের, ৩৭ টিতে সিটিটিসি, পুলিশের ২৫টিতে, গোয়েন্দা বিভাগ ডিবির ৫৫ ও ডিজিএফআই এর ২৬ টিতে সম্পৃক্ততা মিলেছে।

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি

গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি

কমিশন সদস্য ও মানবাধিকার কর্মী নূর খান জানান, প্রায় ২০০ এর মতো মানুষের এখনো সন্ধান মিলছে না।

কমিশনের অন্য সদস্যরা জানান, গুমের ঘটনার যেন সঠিক তদন্ত না হয় এজন্য অনেক আলামত ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।  গুমের ঘটনা তদন্তে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করে কমিশন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net