রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

এনবিআর-এর সেই ‘ছাগল’ মতিউর প্রথম স্ত্রীসহ গ্রেফতার

by ঢাকাবার্তা
মতিউর রহমান

স্টাফ রিপোর্টার ।। 

গত কোরবানির মৌসুমে ‘ছাগল–কাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তাঁর প্রথম স্ত্রী, সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (ডিসি–মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করে।

মতিউর রহমানের প্রথম স্ত্রী ও সন্তানেরা

মতিউর রহমানের প্রথম স্ত্রী ও সন্তানেরা

গত কোরবানি ঈদে ১৫ লাখ টাকায় ‘উচ্চবংশীয়’ ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন মতিউরের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকেই তাঁদের বিলাসী জীবনযাপন, দামি সম্পদ ও গোপন সম্পদের তথ্য সামনে আসতে থাকে।

মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, এবং পরিবারের নামে থাকা জমি, রিসোর্টসহ বিপুল সম্পদের তথ্য ফাঁস হওয়ার পর থেকেই তাঁরা জনসমালোচনার মুখে পড়েন। এ ঘটনার জের ধরে তাঁদের ব্যাংক হিসাব, শেয়ারবাজারের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ করা হয় এবং মতিউরকে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দুদক ও ডিবির তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net