সোমবার, মার্চ ১৭, ২০২৫

বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই : পাক পররাষ্ট্রমন্ত্রী

by ঢাকাবার্তা
ইসহাক দার

ডেস্ক রিপোর্ট ।। 

বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিলেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, “বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। সম্ভাব্য সব উপায়ে বাংলাদেশকে সহযোগিতা করবে পাকিস্তান।” বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইসহাক দার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন এবং ঢাকা সফরের পরিকল্পনার কথা জানান।

সম্প্রতি করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। ১৯৭১ সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা। উভয় দেশের মধ্যে সরাসরি সমুদ্র সংযোগকে ঐতিহাসিক বলে অভিহিত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরাইলের প্রধানমন্ত্রীর নিন্দা জানিয়েছেন ইসহাক দার। তিনি কাশ্মির ইস্যুতে আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

১৯৭১ সালে স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য বন্ধ ছিল। শেখ হাসিনা সরকারের সময় সম্পর্ক শীতল হলেও তার ক্ষমতাচ্যুতির পর পাকিস্তান সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net