ঢাকাবার্তা ডেস্ক ।।
বিশ্ব অর্থনীতিতে এক নতুন ইতিহাস গড়ে ইলন মাস্ক ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, টেসলা এবং স্পেসএক্সের বাজারমূল্যের দ্রুত বৃদ্ধি তাঁকে এ মাইলফলকে পৌঁছে দিয়েছে।
তবে ফোর্বসের হিসাবে তাঁর সম্পদের পরিমাণ কিছুটা কম, ৩ হাজার ৬৮০ কোটি ডলার। ধনীদের তালিকায় ইলন মাস্কের পর রয়েছেন জেফ বেজোস (২ হাজার ৪৪০ কোটি ডলার) এবং ল্যারি এলিসন (২ হাজার ৩০ কোটি ডলার)।
সম্পদ বৃদ্ধির কারণ:
টেসলার শেয়ারমূল্যের উল্লম্ফন: টেসলার বাজারমূল্য বর্তমানে ১.৩১৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।
স্পেসএক্সের মূল্যায়ন বৃদ্ধি: সাম্প্রতিক লেনদেনে স্পেসএক্সের বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৫ হাজার কোটি ডলার।
এক্সএআইয়ের অগ্রগতি: এক্সএআই বর্তমানে ৫ হাজার কোটি ডলারের বাজারমূল্য অর্জন করেছে।
রাজনৈতিক প্রভাব:
ইলন মাস্কের রাজনৈতিক সক্রিয়তাও তাঁর সম্পদ বৃদ্ধিতে সহায়ক। ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচনে মাস্কের ভূমিকা মার্কিন বাজারে তাঁর ব্যবসায়িক স্বার্থকে আরও শক্তিশালী করেছে বলে মনে করা হচ্ছে।