স্টাফ রিপোর্টার ।।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীদের মাথায় পানির বোতল নিক্ষেপে ব্রিফিং শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার রাতে উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে তিনি কথা বলছিলেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা তার মাথায় বোতল ছুড়ে মারেন। এরপর তিনি কথা থামিয়ে সেখান থেকে চলে যান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনার আশ্বাস দেন উপদেষ্টা মাহফুজ। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছিল। আমি বলেছিলাম, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বসে আমরা আলোচনা করব। যেহেতু আপনারা দাবি আদায়ে রাস্তায় নেমেছেন, হয়তো এতে কিছুটা উসকানি হয়েছে।’
পূর্বঘটনায় দেখা যায়, তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যাত্রা করলে শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। পরে তারা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করে। বৃষ্টির মধ্যেও সড়ক না ছেড়ে অবস্থান চালিয়ে যান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
সেই রাতে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম ও উপদেষ্টা মাহফুজ আলম সেখানে যান। উপাচার্য বলেন, “আমরা মঙ্গলবার ইউজিসিতে গিয়ে শিক্ষার্থীদের দাবি তুলে ধরেছি। ইউজিসি চেয়ারম্যান বলেছেন, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বিষয়টি আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দিয়েছেন।”
তবে উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সময় হঠাৎ উত্তেজনা তৈরি হলে শিক্ষার্থীরা তার ওপর বোতল নিক্ষেপ করে, যা নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।