রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫

পিটিআই নেতাদের সমালোচনায় পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারী

by ঢাকাবার্তা
আজমা বুখারী

ডেস্ক রিপোর্ট ।। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে £১৯০ মিলিয়ন মামলার রায় তৃতীয়বারের মতো স্থগিত করেছে রাওয়ালপিন্ডির অ্যাকাউন্টিবিলিটি আদালত।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারী অভিযোগ করেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা আদালতে হাজিরা না দিয়ে জবাবদিহি এড়িয়ে যাচ্ছেন। তিনি জানান, বিচারক আদালতে দুই ঘণ্টা অপেক্ষা করলেও অভিযুক্তরা উপস্থিত হননি।

আজমা বুখারী দাবি করেন, পিটিআই নেতারা শওকত খানম এবং আল-কাদির ট্রাস্টের মতো দাতব্য সংস্থাগুলোর মাধ্যমে আর্থিক লেনদেন করে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগিয়েছেন। তিনি আরও বলেন, “সত্যায়িত মিথ্যাবাদী এবং দুর্নীতিবাজরা কখনও জাতির শুভাকাঙ্ক্ষী হতে পারে না।”

আজমা বুখারী

আজমা বুখারী

অন্যদিকে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহার বলেন, ইমরান খানের মামলার রায়ের বিলম্ব কোনো সমঝোতার কারণে হয়নি। আদালতের বিচারক নিজ সিদ্ধান্তে রায় ঘোষণা পিছিয়ে দিয়েছেন।

গত বছরের নভেম্বরে ইমরান খানকে গ্রেপ্তার করার পর মামলাটি এক বছরের মধ্যে সম্পন্ন হয়েছে। ৩৫ জন সাক্ষীর বক্তব্য নেওয়া হয়েছে। বিচারক জানান, অভিযুক্ত এবং তাদের আইনজীবী উপস্থিত না থাকায় রায় ঘোষণা করা সম্ভব হয়নি।

রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জানুয়ারি।

মামলার বিলম্ব নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মন্তব্য এবং আদালতের প্রতি আস্থাহীনতা নতুন উত্তেজনা সৃষ্টি করছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net