শনিবার, আগস্ট ২, ২০২৫

‘এদেশের সবচেয়ে অবহেলিত শিক্ষিত জনগোষ্ঠী হলো কওমী আলেমরা’

by ঢাকাবার্তা
আবদুল্লাহ তামিমকে নিয়ে জাফর সাদিকের ফেসবুক পোস্ট

ডেস্ক রিপোর্ট ।। 

বাংলাদেশে কওমী আলেমরা শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে সবচেয়ে অবহেলিত, অথচ তাদের শিক্ষার গভীরতা ও বহুমুখী প্রতিভা অসাধারণ। সময় টিভির মাধ্যমে এই অবহেলার বিরুদ্ধে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যখন মুফতী আবদুল্লাহ তামিম প্রথমবারের মতো মূলধারার একটি ইভেন্টে লাইভ রিপোর্টিং করেছেন।

২৮ বছর বয়সী এই মুফতী হাটহাজারী থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স), আরবী ভাষা ও সাহিত্য এবং ইসলামী শরীয়াহ আইনে উচ্চতর ডিগ্রী (ইফতা) অর্জন করেছেন। পাশাপাশি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক সম্পন্ন করেছেন। সময় টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং প্রথম আলোর বন্ধুসভা জাতীয় কমিটির সভাপতি জাফর সাদিক ফেসবুকে এই ঘটনাকে ‘ইতিহাস’ হিসেবে উল্লেখ করেছেন।

জাফর তার পোস্টে বলেন, “কওমী আলেমদের পড়াশোনার পরিমাণ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কম। তারা শুধু ধর্মীয় শিক্ষায় নয়, বাংলা সাহিত্য, ক্যালিগ্রাফি, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিংয়ে অগ্রগামী। অথচ সুযোগের অভাবে তারা পিছিয়ে থাকেন।” তিনি সময় টিভির প্রশংসা করে বলেন, “মুফতী তামিমকে মূলধারায় সুযোগ দিয়ে সময় টিভি বৈষম্য ভাঙার উদাহরণ স্থাপন করেছে।”

তামিম দীর্ঘদিন ধরে সময় টিভির সঙ্গে যুক্ত। গত বছর তিনি হজের সময় মক্কা-মদীনা থেকে রিপোর্টিং করেছেন এবং ‘সময় ইসলামিক’ ইউটিউব চ্যানেলে নিয়মিত কন্টেন্ট তৈরি করেন। জাফর আরও বলেন, “দীর্ঘদিন ধরে কওমী আলেমদের বিরুদ্ধে ভুল ধারণা ছড়ানো হয়েছে। তামীমের এই কাজ প্রমাণ করে, যোগ্যতা অনুযায়ী সুযোগ পেলে তারা সেরা কাজ করতে পারেন।”

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে সময় টিভির এই উদ্যোগকে সামাজিক অন্তর্ভুক্তির একটি মাইলফলক হিসেবে দেখছেন। জাফর তার পোস্টে শেষে বলেন, “বৈষম্যহীন সমাজ গড়তে এমন উদ্যোগ ছড়িয়ে পড়ুক। কারো পোশাক বা অবয়ব যেন কাজের পথে বাধা না হয়।”

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net