ডেস্ক রিপোর্ট ।।
যুক্তরাষ্ট্রের সম্মানজনক ‘মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার তাদের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেয়। আগামী ১ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।
বাংলাদেশে দমন-নিপীড়নের বিরুদ্ধে ২০২৩ সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে নারী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁরা সহিংসতার ঝুঁকি নিয়েও আন্দোলন চালিয়ে যান, এমনকি ইন্টারনেট বন্ধ থাকার পরও আন্দোলনের নেতৃত্ব দেন।
এই পুরস্কার পাওয়ায় নারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
পুরস্কারপ্রাপ্ত ‘উইমেন স্টুডেন্ট প্রোটেস্ট লিডারস অব বাংলাদেশ’ মনোনীত হওয়ার বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এর আগে, ইরানে মাসা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ করা নারীরা এই পুরস্কার পেয়েছিলেন।
এছাড়া, ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্র শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার ও লৈঙ্গিক সমতার পক্ষে কাজ করা সাহসী ব্যক্তিদের ‘আন্তর্জাতিক নারী সাহসিকা (আইডব্লিউওসি)’ পুরস্কার দিয়ে আসছে। এবার এই পুরস্কার পেয়েছেন বুরকিনা ফাসো, ইসরায়েল, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, রোমানিয়া, দক্ষিণ সুদান, শ্রীলঙ্কা ও ইয়েমেনের আটজন নারী।
এর আগে, ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট ২০২৪ সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন, যা বাংলাদেশকে এই তালিকার শীর্ষে নিয়ে এসেছে।