বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মবিরতি পালিত

by ঢাকাবার্তা
সাম্প্রতিক সময়ের বিক্ষোভমুখর সচিবালয়। ফাইল ফটো

স্টাফ রিপোর্টার ।।

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে এক ঘণ্টার কর্মবিরতি শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

ঐক্য ফোরামের আহ্বানে এই কর্মসূচিতে অংশ নেন তারা। সংগঠনটির নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের পাশাপাশি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়সহ মাঠপর্যায়ের সব দপ্তরেও প্রতিদিন একই সময়ে কর্মবিরতি চলবে।

মঙ্গলবার পাঁচ সচিবের সঙ্গে বৈঠকে আশ্বাস পেয়ে বুধবার আন্দোলন স্থগিত করেছিল কর্মচারীরা। তবে গতকাল মন্ত্রিপরিষদ সচিবের কাছে বৈঠকের বিষয়াদি উপস্থাপনের পর আবার কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম।

ফোরামের নেতা বাদীউল কবির বলেন, “সব বিবেচনায় নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জরুরি সেবার বিষয়টি মাথায় রেখে আপাতত প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নে ফোরামের কো-চেয়ারম্যান মুহা. নূরুল ইসলাম বলেন, “শনিবার প্রধান উপদেষ্টা দেশে ফিরলে আলোচনায় যদি ইতিবাচক অগ্রগতি না হয়, তবে আন্দোলন আরও জোরালো হবে। রোববার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম বলেন, “এই অধ্যাদেশের ফলে কর্মচারীদের চাকরির নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। রোববার সন্ধ্যায় এটি জারি হওয়ার পর থেকেই সচিবালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা আন্দোলনে নামেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net