ডেস্ক রিপোর্ট ।।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার প্রধান ও সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে একচেটিয়া বাজার দখলের অভিযোগে গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতে বিচারকাজ শুরু হয়েছে। মামলায় হারলে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করতে বাধ্য হতে পারে মেটা।
ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) অভিযোগ, জাকারবার্গ তাঁর প্রতিষ্ঠান ফেসবুক (বর্তমানে মেটা)-এর বাজারক্ষমতা অপব্যবহার করে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ কিনে প্রতিযোগিতা নষ্ট করেছেন। আদালতে উপস্থাপিত একটি অভ্যন্তরীণ ই-মেইলে জাকারবার্গ ইনস্টাগ্রামকে ফেসবুকের জন্য “আতঙ্ক” বলে উল্লেখ করেন। তিনি লিখেছিলেন, “এর সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে কেন আমরা বিপুল অর্থ বিনিয়োগ করব?”
এফটিসির কৌঁসুলি ড্যানিয়েল ম্যাথসন বলেন, “মেটা বুঝেছিল প্রতিযোগিতা কঠিন। তাই তারা প্রতিদ্বন্দ্বীদের কিনে নেওয়াকেই সহজ পথ মনে করেছে।” অন্যদিকে মেটার আইনজীবী মার্ক হ্যানসেন পাল্টা যুক্তি দেন, “যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক উন্নয়নের স্বার্থে কোনো প্রতিষ্ঠান অধিগ্রহণ বেআইনি নয়। ফেসবুক সেটাই করেছে।”
২০১২ সালে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে। তখন ইনস্টাগ্রাম জনপ্রিয়তা পাচ্ছিল এবং ফেসবুকের বিকল্প হয়ে উঠতে পারত—এমন সতর্কবার্তাও ছিল ফেসবুকের অভ্যন্তরীণ ই-মেইলে।
মামলার শুনানিতে আরও বলা হয়, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে জাকারবার্গ আশা করেছিলেন মামলাটি বন্ধ হয়ে যাবে। তাই তিনি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অর্থায়ন করেন, ওয়াশিংটনে বাড়ি কেনেন এবং মেটার কনটেন্ট নীতিমালায় পরিবর্তন আনেন।
শুনানিতে জাকারবার্গের সাবেক সহযোগী শেরিল স্যান্ডবার্গসহ আরও অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীর উপস্থিত থাকার কথা রয়েছে। বিচার চলতে পারে অন্তত আট সপ্তাহ।