স্টাফ রিপোর্টার।।
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী প্রফেসর ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৯ জানুয়ারি) দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয় ১-এ চার্জশিট দাখিল করেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। নিয়ম অনুযায়ী সেখান থেকে আদালতে চার্জশিট দাখিল করবেন দুদক কর্মকর্তারা। দুদক সচিব মো. মাহবুব হোসেন সোমবার (২৯ জানুয়ারি) বিকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, তদন্ত শেষে দণ্ডবিধি ও মানিলন্ডারিং আইনে ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের উদ্দেশ্যে স্থানান্তর ও হস্তান্তরের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে এ চার্জশিট দেওয়া হয়েছে।
সচিব মাহবুব হোসেন বলেন, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলামসহ গ্রামীণ টেলিকমের বোর্ড সদস্যদের উপস্থিতিতে ২০২২ সালের ৯ মে অনুষ্ঠিত ১০৮তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা ব্যাংক লিমিটেডের গুলশান শাখায় একদিন আগে ৮ মে একটি ব্যাংক হিসাব (নম্বর ২১৫১৫০০০০২৫৬৮) খোলা হয়। গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পাওনা লভ্যাংশ বিতরণের জন্য গ্রামীণ টেলিকম শ্রমিক ইউনিয়ন এবং গ্রামীণ টেলিকমের সাথে সেটেলমেন্ট এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয় ২০২২ সালের ২৭ এপ্রিল।
গ্রামীণ টেলিকমের বোর্ড সভায় ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত ৯ মে হলেও তার একদিন আগেই ব্যাংক হিসাব খোলা হয় এবং সেটেলমেন্ট এগ্রিমেন্ট ২৭ এপ্রিল হলেও এই অ্যাগ্রিমেন্টে ব্যাংক হিসাব দেখানো হয়—যা বাস্তবে অসম্ভব। এ রকম ভুয়াভাবে তৈরি সেটেলমেন্ট অ্যাগ্রিমেন্টের শর্ত অনুযায়ী ও ১০৮তম বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গ্রামীণ টেলিকমের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মিরপুর শাখার হিসাব নম্বর ০৫৬১৩০১০০০০০০০১০ থেকে গ্রামীণ টেলিকমের ঢাকা ব্যাংক লিমিটেডের গুলশান শাখার হিসাব নম্বর ২১৫১৫০০০০২৫৬৮-এ ১০ মে ৪৩৭ কোটি ১ লাখ ১২ হাজার ৬২১ টাকা স্থানান্তর করা হয়।