শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪

নাহিদা সোবহান কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার

by ঢাকাবার্তা
নাহিদা সোবহান

স্টাফ রিপোর্টার ।। 

জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহানকে কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের একজন কূটনীতিক হিসেবে নাহিদা সোবহান ১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। জর্ডানের পাশাপাশি রাষ্ট্রদূত হিসেবে সিরিয়া ও ফিলিস্তিনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন।

নাহিদা সোবহান যখন জর্ডানে ছিলেন।

নাহিদা সোবহান যখন জর্ডানে ছিলেন।

কূটনৈতিক হিসেবে নাহিদা সোবহান জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক অণু বিভাগের মহাপরিচালকের পদে ছিলেন।

নাহিদা সোবহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স করেছেন। ব্যক্তিগত জীবনে নাহিদা সোবহান দুই সন্তানের জননী।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net