মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

এবিএম খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

by ঢাকাবার্তা
এবিএম খায়রুল হক

স্টাফ রিপোর্টার ।। 

এবার সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ মোজাহিদুল ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির জন্য দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় এ মামলা করেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার জানান, সাবেক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। সেটি এখনো মামলা হয়নি। যেহেতু থানায় ওসি নেই। ফলে সেটি পরে মামলা আকারে নেয়া হবে।

পরে আইনজীবী মোজাহিদুল ইসলাম বলেন, বিচারক হিসেবে দুর্নীতিমূলক ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির জন্য দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেছি। এখনো মামলার নাম্বার পড়েনি।

এজাহারে উল্লেখ করা হয়, বিচারপতি খায়রুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় প্রভাবিত হয়ে এবং তার অবসর পরবর্তী ভালো পদায়নের জন্য লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করার অভিপ্রায়ে ২০১১ সালের ১০ই মে সংক্ষিপ্ত আদেশটি পরিবর্তন করে বেআইনিভাবে ২০১২ সালের ১৬ই সেপ্টেম্বর উক্ত আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net