রবিবার, আগস্ট ৩, ২০২৫

ন্যয়বিচার ও সুশাসন নিশ্চিত করা সহ ১১ দাবি টিআইবির

রোববার ঢাকায় টিআইবি কার্যালয়ের সামনে মানববন্ধনে, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দেশের চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

by ঢাকাবার্তা
টিআইবির মানববন্ধন

স্টাফ রিপোর্টার ।। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মানবাধিকার, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের আহ্বান জানিয়েছে। রোববার ঢাকায় টিআইবি কার্যালয়ের সামনে মানববন্ধনে, নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দেশের চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর চাপিয়ে দেওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে নজিরবিহীন হত্যাকাণ্ড ও নির্যাতন হচ্ছে। তিনি ১১ দফা দাবি উত্থাপন করেন:

১. মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি: জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগে স্বাধীন কমিশন গঠন করতে হবে।

২. রাষ্ট্রকাঠামো পুনর্গঠন: আইন-প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাসহ সকল প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রয়োজন।

৩. হয়রানি বন্ধ: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের হয়রানি বন্ধ করতে হবে। আটককৃতদের মুক্তি দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে।

৪. ক্ষমতার অপব্যবহার: ক্ষমতার অপব্যবহার ও অতিরিক্ত অস্ত্র ব্যবহারের দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

৫. হতাহত তালিকা: নিহত ও আহতদের বয়স ও পেশা অনুযায়ী পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে।

৬. চিকিৎসা ও নিরাপত্তা: আহতদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৭. ক্ষতিপূরণ ও পুনর্বাসন: হতাহতদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

৮. তথ্যপ্রবাহের স্বাধীনতা: গণমাধ্যমের প্রতি সকল হুমকি ও নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে।

৯. বাকস্বাধীনতা: ভিন্নমত ও বাকস্বাধীনতার প্রতি নজরদারির সংস্কৃতি পরিত্যাগ করতে হবে।

১০. মিথ্যাচার বন্ধ: অসত্য বয়ান ও মিথ্যাচার বন্ধ করতে হবে।

১১. দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ: উচ্চ পর্যায়ের দুর্নীতির বিচারহীনতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান পরিস্থিতি দেশের সুশাসন ও মানবাধিকার নিশ্চিতকরণের পথে বড় বাধা সৃষ্টি করছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net