সৈয়দ হাসসান ।।
২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যাঁদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাঁদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।
সূত্রগুলো জানিয়েছে, দেশে বর্তমানে বৈধ অস্ত্রের সংখ্যা আনুমানিক ৫০ হাজার, যার মধ্যে ১০ হাজারের বেশি অস্ত্র রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হাতে রয়েছে, বিশেষত আওয়ামী লীগের।
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে বিভিন্ন সময়ে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মসূচি ও প্রতিপক্ষকে ভীতি প্রদর্শনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বৈধ অস্ত্র প্রদর্শন করেছেন, যা নিয়মবহির্ভূত।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিতের সিদ্ধান্ত এসেছে।
