বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫

সাভারে ট্রাকচাপায় দীপ্ত টিভির সাংবাদিক নিহত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় দীপ্ত টিভির সাংবাদিক কামরুজ্জামান রতন নিহত হয়েছেন। আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে

by ঢাকাবার্তা ডেস্ক
সাভারে ট্রাকচাপায় দীপ্ত টিভির সাংবাদিক নিহত

স্টাফ রিপোর্টার।।

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় দীপ্ত টিভির সাংবাদিক কামরুজ্জামান রতন নিহত হয়েছেন। আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রতন ঢাকায় দীপ্ত টিভিতে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন। সাভারের তালবাগ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি।

নিহতের সহকর্মী দীপ্ত টিভির সাভার প্রতিনিধি আব্দুল হালিম বলেন, কামরুজ্জামান ভাই আমাদের হেড অফিসে ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন। তবে সাভারের তালবাগ এলাকায় বসবাস করার কারণে মোটরসাইকেল চালিয়ে অফিস করতেন তিনি। আজ সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে ব্যাংকটাউন এলাকায় একটি বেপরোয়া গতির পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি কামরুজ্জামান নামে ওই সাংবাদিক মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন:  প্রথমবার সব স্টেশনেই থামলো মেট্রোরেল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net