বুধবার, আগস্ট ৬, ২০২৫

ঢাকায় দু’মাসে ১৯২ জন নিহত, প্রথম আলোর খবরটি সত্য নয়

দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস।

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

দৈনিক প্রথম আলোতে গত ২ নভেম্বর ‘ঢাকায় ছিনতাইকারী ও ডাকাতেরা বেপরোয়া, বেশি কোন এলাকায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সত্য নয় বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার (সিএ) প্রেস উইং ফ্যাক্টস।

মঙ্গলবার তাদের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এমন দাবি করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের পোস্টে লেখা হয়, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক প্রথম আলো গত ২ নভেম্বর প্রথম পাতায় একটি খবর প্রকাশ করে, যেখানে দাবি করা হয়েছে যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঢাকায় খুন, ছিনতাই এবং ডাকাতি তীব্রভাবে বেড়েছে। পত্রিকাটি দাবি করেছে, ঢাকায় দুই মাসে ১৯২ জন নিহত হয়েছেন এবং তাদের মধ্যে অন্তত ২১ জনকে ঢাকার মোহাম্মদপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় হত্যা করা হয়েছে।

পোস্টে লেখা হয়, দৈনিক প্রথম আলোতে প্রকাশিত খবরটি সত্য নয়। এটি ত্রুটিপূর্ণ এবং প্রতিবেদনের তথ্যগুলোর ফ্যাক্ট-চেক সঠিকভাবে করা হয়নি, যা অত্যন্ত বিপজ্জনক। এই প্রতিবেদনটি ধারণা দেয় যে, জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের পরপরই ঢাকায় অপরাধের মাত্রা তীব্রভাবে বেড়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিশ্চিত করেছে যে রাজধানীতে এই সময়কালে নিহতের সংখ্যা ৬৮ (১৯২ নয়) এবং মোহাম্মদপুরে ১০ জন নিহত হয়েছে (২১ নয়)। ডিএমপি এ বিষয়ে প্রথম আলোকে দেওয়া এক প্রতিবাদপত্রে ব্যাখ্যা করেছে যে, পত্রিকারটি খবরে দাবি করা তিনগুণ বেশি মৃত্যুর কারণ মূলত জুলাই-আগস্টে নিহতদের মধ্যে অনেকের পরিবার সেপ্টেম্বর ও অক্টোবরে হত্যা মামলা দায়ের করেছে। এই হত্যাকাণ্ড গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হয়েছিল, কিন্তু পুলিশের রেকর্ডে এসেছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে।

পোস্টে বলা হয়, প্রথম আলো ডিএমপির পাঠানো প্রতিবাদ প্রকাশ করেছে। তবে ডিএমপির স্পষ্ট ব্যাখ্যা সত্ত্বেও সংবাদপত্রটি তাদের প্রতিবেদন সংশোধন করেনি, যা রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি ভুল ধারণা তৈরি করেছে। সরকার আশা করে প্রথম আলো একটি দায়িত্বশীল সংবাদপত্র হিসেবে ডিএমপির ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে অনলাইনে তাদের প্রতিবেদনটি আপডেট করবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস তাদের পোস্টে আরও লিখেছে, শেখ হাসিনা সরকার পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা ব্যবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে জনজীবনে স্বস্তি দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার এবং পুলিশ কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পুলিশ সদস্যদের মনোবল বাড়ানো এবং প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ চলমান রয়েছে। রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net