স্টাফ রিপোর্টার ।।
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার টানা ৯ দিন ছুটি পাচ্ছেন। আগে থেকেই পাঁচদিন ছুটি নির্ধারণ করা হলেও, নতুন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ছুটিতে থাকবেন তারা।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচদিন ঈদের ছুটি আগে থেকেই ঘোষণা করা ছিল।
এর আগে ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং একই দিনে শবে কদরের ছুটি থাকায় ছুটি কার্যত একদিন আগে শুরু হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ এপ্রিল অফিস খোলার কথা থাকলেও, উপদেষ্টা পরিষদের বৈঠকে ওই দিনটিকেও ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, সরকারি কর্মীদের জন্য এবার মোট ৯ দিনের টানা ছুটি নিশ্চিত হয়েছে।