শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

দেড় দশক পর বাজারে ‘আমার দেশ’

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।। 

দীর্ঘ এক দশক পর আবারও বাজারে ফিরেছে জাতীয় দৈনিক পত্রিকা ‘আমার দেশ’। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ হওয়া এই পত্রিকার পুনঃপ্রকাশের খবরটি নিশ্চিত করেছেন পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। শনিবার রাত সাড়ে ১০টায় পত্রিকার প্রথম এডিশন ছাপা শুরু হয়েছে। রোববারের পত্রিকার প্রধান শিরোনাম – দিল্লিকে ঢাকা অ্যাটাক করতে বলেছিলেন শেখ হাসিনা।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০৪ সালে মোসাদ্দেক আলী ফালুর মালিকানায় যাত্রা শুরু করে আমার দেশ। ১/১১’র সময় পত্রিকাটি মাহমুদুর রহমানের মালিকানায় চলে যায় এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে ২০১৩ সালের এপ্রিল মাসে বন্ধ হয়ে যায়। এর আগে ২০১০ সালের জুন মাসে ১০ দিনের জন্যও পত্রিকাটি বন্ধ রাখা হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, “শূন্য থেকে শুরু করে মাত্র দুই মাসে জাতীয় পত্রিকা পুনঃপ্রকাশ করা চ্যালেঞ্জিং হলেও, আমরা জনগণের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর। ‘আমার দেশ’ সঠিক তথ্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।”

২০১৩ সালে গ্রেপ্তার হয়ে সাড়ে তিন বছর কারাগারে থাকা মাহমুদুর রহমান ২০১৬ সালে মুক্তি পেয়ে লন্ডনে চলে যান। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। বর্তমানে কারওয়ান বাজারের নতুন কার্যালয় থেকে পত্রিকাটির পরিচালনা শুরু হয়েছে।

 

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net