শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বিএসআরএফ সভাপতি মাসউদুল, সাধারণ সম্পাদক বাদল

by ঢাকাবার্তা

স্টাফ রিপোর্টার ।।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি মাসউদুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ উবায়দুল্লাহ (বাদল)। রোববার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রেসক্লাব সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ ও সদস্যরা।

সভাপতি পদে মাসউদুল হক ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন, তার প্রতিদ্বন্দ্বী ফসিহ উদ্দীন মাহতাব পান ৭০ ভোট। সাধারণ সম্পাদক পদে বাদল ৫৫ ভোট পেয়ে জয়ী হন, তার প্রতিদ্বন্দ্বীরা মেহ্দী আজাদ মাসুম ও মোহাম্মদ আকতার হোসেন যথাক্রমে ৪৯ ও ৪১ ভোট পান।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাইনুল হোসেন পিন্নু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আকাশ, অর্থ সম্পাদক এম এইচ রবিন। যুগ্ম-সাধারণ সম্পাদক ঝর্ণা রায়, দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান (পঞ্চায়েত হাবিব) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রবিউল ইসলাম, তোফাজ্জল হোসেন, আসাদ আল মাহমুদ, আয়নাল হোসেন, মো. রাকিব হাসান, শফিকুল ইসলাম ও মো. রেজাউর রহমান।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net