স্টাফ রিপোর্টার ।।
জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসাসেবার জন্য হেলথকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১ জানুয়ারি, বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় তিনি অভ্যুত্থানে আহত দুই শিক্ষার্থীর হাতে হেলথকার্ড তুলে দেন।
আহতরা হলেন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন, যিনি পুলিশের গুলিতে দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু, যিনি ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মধ্যে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথকার্ড বিতরণ করা হবে।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত ১০৭৪ জন আহত চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ৩৯ জনের চোখ সম্পূর্ণ নষ্ট হয়েছে। প্রায় ৬৫০ অপারেশন সম্পন্ন হয়েছে।

জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ কাযক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা
নিটোরের পরিচালক ড. মুহাম্মদ আবুল কেনান জানিয়েছেন, ২১ জন রোগীর অঙ্গচ্ছেদ করতে হয়েছে এবং কয়েকজনকে বিদেশে নেওয়ার জন্য বাছাই করা হয়েছে।
তিনি বলেন, ‘এই হেলথকার্ড দিয়ে কার্ডধারীরা যেকোনো সরকারি হাসপাতালে চিকিৎসা পাবেন। আহতদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তারা।