শনিবার, আগস্ট ২, ২০২৫

ইমরান খান ‘ডেথ সেল’-এ বন্দি: জীবনহানির শঙ্কায় আঙুল উঠছে সেনাপ্রধানের দিকে

by ঢাকাবার্তা
ইমরান খান। জেনারেটেড ছবি

ডেস্ক রিপোর্ট ।।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান বর্তমানে ‘ডেথ সেল’-এ বন্দি বলে দাবি করেছে তার দল। পিটিআই-এর কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম এক সংবাদ সম্মেলনে বলেন, দিনভর ২২ ঘণ্টা তাকে একটি ছোট কক্ষে একাকী আটকে রাখা হচ্ছে। কোনো পত্রিকা, টেলিভিশন, বই কিংবা বাইরের কারো সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি তার স্ত্রী বুশরা বিবি ও বোন আলিমা খানও সাক্ষাৎ করতে পারছেন না।

অন্যদিকে, এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইমরান খান নিজেই জানান, তার ও স্ত্রী বুশরা বিবির প্রতি আচরণ আরও কঠোর হয়েছে। বুশরার কক্ষের টেলিভিশনও বন্ধ করে দেওয়া হয়েছে। সব মানবাধিকার এবং বন্দিদের ন্যায্য অধিকার বাতিল করে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এই নির্যাতনের পেছনে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশ রয়েছে। তিনি বলেন, “যদি আমার বা আমার স্ত্রীর কিছু হয়, এর দায় সরাসরি আসিম মুনিরকে নিতে হবে।”

ইমরান আরও বলেন, “আমি সারাজীবন কারাগারে থাকতেও প্রস্তুত, কিন্তু জুলুমের কাছে মাথানত করব না।” তিনি দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময় এখন প্রতিবাদের, আলোচনার নয়। দেশের জনগণকে এই দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে সাজাপ্রাপ্ত খুনি ও সন্ত্রাসীরাও যেসব সুযোগ-সুবিধা পায়, তার চেয়ে করুণ অবস্থায় তাকে রাখা হয়েছে। তিনি বলেন, “যা কিছু করা হচ্ছে, তা উদ্দেশ্যমূলকভাবে আমার মনোবল ভাঙার জন্য। বিশেষ করে বুশরা বিবিকে টার্গেট করেই এটি করা হচ্ছে।”

পিটিআই নেতাদের অভিযোগ, আদালতের নির্দেশনা অনুযায়ী ছয়জন নির্ধারিত ব্যক্তির সঙ্গে দেখা করার অনুমতি থাকা সত্ত্বেও তাও মানা হচ্ছে না। এটা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং বিচারব্যবস্থাকে অবমাননা বলেও অভিযোগ তোলেন ওয়াকাস আকরাম। তিনি জানান, কারাগারে থাকা সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির অবস্থাও আশঙ্কাজনকভাবে খারাপ।

অর্থনৈতিক অবস্থা নিয়েও সরকারের কঠোর সমালোচনা করেছেন পিটিআই। সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৫ মাসে পেট্রোলের দাম ৮২ শতাংশ বেড়েছে, যেখানে পিটিআই আমলে দাম বেড়েছিল মাত্র ৫১ রুপি। এখন দাম দাঁড়িয়েছে ২২০ রুপি। তারা দাবি করেছে, সরকার সমস্ত ভর্তুকি তুলে নেওয়ায় সাধারণ মানুষ চরম দুর্দশায় পড়েছে।

অন্যদিকে, ইমরান খানের বোন আলিমা খান সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তায় বলেন, তার ভাই সারা জাতির প্রিয় নেতা এবং তাকে এমন অমানবিক অবস্থায় রাখা পুরো দেশবাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। একাধিক মামলায় সাজা হওয়ায় তিনি বর্তমানে আদিয়ালা জেলে আছেন। তবে পিটিআই বলছে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনীতি থেকে সরাতে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net