স্টাফ রিপোর্টার ।।
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য সরকার পুনর্বাসন, কর্মসংস্থান এবং বিনামূল্যে আজীবন চিকিৎসার ঘোষণা দিয়েছে।
গতকাল সচিবালয়ে এক বৈঠকে সরকারের ছয় উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী আহতদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করেন এবং সরকার তাদের পরিচয়পত্র, দেশের সব সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন সুবিধার নিশ্চয়তা দেয়। গুরুতর আহতদের ক্ষেত্রে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে। পুনর্বাসনের জন্য আহতদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগও থাকবে।
পাশাপাশি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনে কাজ করছে, এবং এ কাজে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, উপদেষ্টা মাহফুজ আলম এবং স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।