ডেস্ক রিপোর্ট ।।
এক মাসের ব্যবধানে ফের বড় ছাঁটাইয়ের পথে হাঁটছে মাইক্রোসফ্ট। জুলাইয়ের শুরুতে বহুজাতিক মার্কিন এই প্রযুক্তি সংস্থা থেকে চাকরি হারাবেন আরও নয় হাজার কর্মী। সংস্থার সামগ্রিক কর্মী বাহিনীর প্রায় ৪ শতাংশ কমানো হবে বলে জানিয়েছে মাইক্রোসফ্ট, যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এর আগে মে মাসে ছয় হাজার কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোসফ্ট। জুন মাসে আরও তিন শতাধিক কর্মী ছাঁটাই হয়। মে থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত মোট ১৫ হাজার ৩০০ জন চাকরি হারিয়েছেন সংস্থাটিতে। ২০২৩ সালেও ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল এই মার্কিন প্রযুক্তি সংস্থা।
সংস্থার পক্ষ থেকে পাঠানো এক ই-মেলে জানানো হয়েছে, সাংগঠনিক পরিবর্তন অব্যাহত থাকবে এবং বাজারে সাফল্যের জন্য এই পদক্ষেপ জরুরি। রয়টার্সকে দেওয়া প্রতিক্রিয়ায় মাইক্রোসফ্ট জানিয়েছে, গেমিং বিভাগের উপর এর প্রভাব পড়লেও বেশিরভাগ ইউনিট অক্ষত থাকবে।
মাইক্রোসফ্টের গেমিং বিভাগের সিইও ফিল স্পেন্সার কর্মীদের উদ্দেশে স্মারকলিপিতে জানিয়েছেন, ‘‘স্থায়ী সাফল্যের জন্য কৌশলগতভাবে নির্দিষ্ট কিছু কাজ কমানো জরুরি। এতে সংস্থার প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।’’
বিশ্লেষকদের একাংশের মতে, কৃত্রিম মেধা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে বিভিন্ন দফতরে কর্মী হ্রাস করছে মাইক্রোসফ্ট। যদিও সংস্থার বিবৃতিতে কোথাও এআই সংক্রান্ত কোনও সরাসরি উল্লেখ করা হয়নি।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এআই খাতে মোটা অঙ্কের বিনিয়োগ করায় মাইক্রোসফ্টের কর্মী ছাঁটাই অন্যান্য টেক জায়ান্টদের তুলনায় বেশি। জানুয়ারি থেকেই এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সংস্থাটি। প্রতিটি দফতরে কর্মীদের কাজ মূল্যায়নের ভিত্তিতে ছাঁটাই চলছে।