রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

দুদক চেয়ারম্যান হচ্ছেন মোমেন

by ঢাকাবার্তা
মোহাম্মদ আবদুল মোমেন

স্টাফ রিপোর্টার ।। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আবদুল মোমেন। এ উদ্দেশ্যে তিনি তাঁর বর্তমান পদ থেকে পদত্যাগ করেছেন।

৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন মোমেন। পরে এটি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয় এবং একই দিন পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাঁর পদত্যাগপত্রে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করা হলেও মন্ত্রণালয়ের সূত্র জানায়, মোমেন দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ পেতে পারেন। গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনারের পদত্যাগের পর থেকে প্রতিষ্ঠানটির শীর্ষ তিনটি পদ শূন্য রয়েছে।

আবদুল মোমেনকে ১৭ আগস্ট জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। ১৮ আগস্ট তিনি এ পদে যোগদান করেন এবং পরে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। নতুন সরকারের অধীনে দুদকে এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে যাচ্ছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net