যশোর প্রতিনিধি ।।
সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চেয়ে যশোরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “বিচার-সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না। যারা এই দুই ছাড়া নির্বাচন চায়, তারাই গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এনসিপি সত্যিকারের ভোটাধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে।” শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর ঈদগাহ মোড়ে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হয়েছে। তিনি পুলিশের নিরপেক্ষতা এবং আমলাতন্ত্রের মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রমোশনের পক্ষে কথা বলেন। সেনাবাহিনী প্রসঙ্গে বলেন, “আমরা চাই সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষায় গণপ্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করুক। গুমের সঙ্গে সেনা কর্মকর্তাদের জড়ানোর যে অভিযোগ আছে, সেই কলঙ্ক দূর করতে হবে।”
তিনি যশোরের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এবং ভবদহের জলাবদ্ধতা সমস্যারও সমাধান চান। বলেন, “যশোরে জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ও আইসিইউ পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। মানুষকে চিকিৎসার জন্য খুলনা যেতে হয়। বেনাপোলে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে তরুণ সমাজকে।”

যশোরে এনসিপির পথসভায় নেতৃবৃন্দ
পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য সাকিব শাহরিয়ার, খালিদ সাইফুল্লাহ জুয়েল প্রমুখ। সভাপতিত্ব করেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
আখতার হোসেন বলেন, “সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না। রাজনৈতিক দলগুলো আন্দোলনের রক্ত দিয়ে লাভবান হলেও ছাত্ররা জীবন দেয়। এবার আমরা ঘরে ফিরছি না। শাপলা মার্কা নিয়ে ষড়যন্ত্র চলছে।”
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “তারা শুধু নির্বাচনের কথা বলে, কিন্তু হাসিনার সংবিধান, প্রশাসন ও বিচারব্যবস্থা রেখে সেই নির্বাচন অর্থহীন।”
তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, দাদাগিরি নয়। সংস্কার যদি টেবিলে না হয়, মানুষ রাজপথে নামবে।”
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নির্বাচন কমিশনের দ্বিচারিতার বিরুদ্ধে কথা বললে কিছু দল মন খারাপ করে। তবে যারা প্রকৃত ফ্যাসিবাদবিরোধী, তাদের মন খারাপ হওয়ার কথা নয়। যদি হয়, তাহলে বুঝবো আপনারাই সংস্কারে বাধা।”
এর আগে দুপুরে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে এনসিপি যশোর জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
এই পদযাত্রা ও মতবিনিময় সভার মাধ্যমে এনসিপি যশোরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।