বিনোদন ডেস্ক ।।
নব্বই দশকের টেলিভিশন দর্শকের কাছে ছিলেন পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি গানে তার পারদর্শিতাও ছিল সমান। সেই রুমানা রশীদ ঈশিতা আবারও শোনা গেলেন গানে—ছয় বছর পর। ‘রুপোর ঝলক’ শিরোনামের নতুন গান নিয়ে ফিরলেন তিনি, যা ইতোমধ্যে সাড়া ফেলেছে শ্রোতাদের মাঝে।
গানটি ব্যবহার করা হয়েছে তানিম রহমান অংশু পরিচালিত ইউটিউব ফিল্ম ‘নসিব’-এ। লিখেছেন আসিফ ইকবাল, আর সুর ও সংগীত পরিচালনায় ছিলেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র।
ঈশিতা জানান, “গানটি গেয়েছি দুই বছরেরও বেশি আগে, যখন ‘কেন’ নাটকে অভিনয় করছিলাম। গানটি শুনেই ভালো লেগে যায়। আসিফ ইকবালের লেখা গান গাইতে পেরে সম্মানিত বোধ করেছি।”
তবে ব্যক্তিগত ব্যস্ততায় গানটির প্রকাশ বিলম্বিত হয়। পরে ‘নসিব’ ফিল্মে ব্যবহারের প্রস্তাব পেয়ে প্রকাশে রাজি হন। “প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি। ভাবছি আরও কিছু মৌলিক গান করা যায় কি না,”— বলেন ঈশিতা।
শুধু অভিনয় নয়, গানেও ঈশিতার রয়েছে সমান দক্ষতা। ১৩ বছর ধরে ওস্তাদ ওমর ফারুক ও সঞ্জীব দের কাছে শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছেন তিনি। ১৯৮৮ সালে ‘নতুন কুঁড়ি’তে ছড়াগানে প্রথম পুরস্কার পেয়েই সংগীতের জগতে প্রবেশ। এরপর ‘সারগাম’ থেকে একটি একক অ্যালবাম এবং ‘সাউন্ডটেক’ ব্যানারে একাধিক অ্যালবাম প্রকাশিত হয়েছে।
তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘রাত নিঝুম’, ‘ভুলো না আমায়’ ও ‘কুলসুম’।
১৯৮০ সালের ২২ আগস্ট জন্ম নেওয়া রুমানা রশীদ ঈশিতা শুধু অভিনেত্রী নন, পরিচালক, লেখিকা, শিক্ষিকা এবং উদ্যোক্তা হিসেবেও পরিচিত। তিনি হলি ক্রস স্কুল, ভিকারুননিসা নূন কলেজ, এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেন।
২০০৩ সালে আরিফ দৌলাকে বিয়ে করেন, তাদের একমাত্র সন্তান যাভির দৌলা। তার ভাই রাজীব রশীদ আমেরিকাপ্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার।
অভিনয়ের শুরু ইমদাদুল হক মিলনের লেখা ও ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দুজনে’ নাটকের মাধ্যমে। এরপর ‘আপনাঘর’, ‘চক্রবলয়’, ‘আজ কিছু হতে চলেছে’, ‘সাদাপাতায় কালো দাগ’, ‘তিথি’, ‘থাকা না থাকার মাঝখানে’, ‘কাগজের গল্প’ ইত্যাদি নাটকে অভিনয় করেছেন।
নির্মাতা হিসেবেও রেখেছেন দৃশ্যমান ভূমিকা—নির্দেশনা দিয়েছেন ‘নির্জন আড়ালে’, ‘স্বপ্ন স্বপ্নীল’, ‘গোধূলি বেলায়’-এর মতো নাটক।
২০০৭ সালে চ্যানেল আই-এ মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন, পাশাপাশি শিক্ষকতা করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এছাড়া রয়েছে ‘হোয়াই নট’ নামে নিজের রেস্তোরাঁও।
১৯৮৮ সালে ‘ফালানী’ চরিত্রে অভিনয়ের জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হন ঈশিতা। এছাড়া ২০১৮ সালে পাতা ঝরার দিন নাটকে অভিনয়ের জন্য জিতেছেন Critics Choice Award for Best TV Actress।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী ঈশিতা আবারও গান দিয়ে ফিরেছেন ভক্তদের মাঝে। ‘রুপোর ঝলক’ তার শিল্পীজীবনের নতুন অধ্যায় হতে চলেছে কি না, সেটি সময়ই বলে দেবে।