ডেস্ক রিপোর্ট ।।
ভারতের জনপ্রিয় গায়ক মাকসুদ মাহমুদ আলী, যিনি লাকী আলী নামে পরিচিত, সম্প্রতি পাকিস্তান সফরের ইচ্ছা প্রকাশ করেছেন।
নব্বইয়ের দশকে বলিউডকে একের পর এক সুপারহিট গান উপহার দেওয়া এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিনের এই ইচ্ছার কথা প্রকাশ করেন, যা তার পাকিস্তানি ভক্তদের মনোযোগ আকর্ষণ করেছে।
‘এক্স’ (সাবেক টুইটার) এ লাকী আলী লিখেছেন, “আমি পাকিস্তানে যাওয়ার ভিসা পেতে চাই এবং আমার আত্মীয়দের সঙ্গে দেখা করতে চাই।” তিনি আরও যোগ করেন, তিনি তার প্রয়াত মায়ের পূর্বপুরুষদের গ্রাম, পাকিস্তানের ভেরা সফর করতে চান।
লাকি আলির এই ইচ্ছা তার পাকিস্তানি ভক্তদের আনন্দিত করেছে এবং অনেকেই তাকে ভেরায় তাদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, লাকী আলীর বাবা মেহমুদ আলী একজন কবি এবং অভিনেতা ছিলেন, আর তার মা মধু কুমারী ছিলেন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী মীনা কুমারীর ছোট বোন। মধু কুমারীর বাবা-মা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভেরা শহর থেকে এসেছিলেন।