বুধবার, আগস্ট ১৩, ২০২৫

আরও আগে ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল: ভ্লাদিমির পুতিন

by ঢাকাবার্তা
ভ্লাদিমির পুতিন

ডেস্ক রিপোর্ট ।। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার আরও আগে ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল এবং যুদ্ধের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন ছিল। বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর রুশপন্থী শক্তি পূর্ব ইউক্রেনে সংঘাতে জড়ায়। আট বছর পর পুতিন কিয়েভ দখলের চেষ্টা করেন। চার ঘণ্টার এই সংবাদ সম্মেলনে পুতিন সিরিয়ার বাশার আল-আসাদ, পারমাণবিক অস্ত্র, এবং অভ্যন্তরীণ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন।

‘রেজাল্টস অব দ্য ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন’ শীর্ষক এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। পুতিন বলেন, রাশিয়া তার সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। তিনি দাবি করেন, ইউক্রেনের বিভিন্ন দখলকৃত অঞ্চলে উন্নয়ন কাজ চলছে।

পারমাণবিক নীতিমালা পরিবর্তন প্রসঙ্গে পুতিন বলেন, কোনো পারমাণবিক শক্তির সমর্থন পাওয়া দেশকে রাশিয়া আক্রমণ করতে পারবে। তিনি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতাও তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে পুতিন সমঝোতার মাধ্যমে যুদ্ধ শেষ করার প্রস্তুতির কথা বললেও সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা জানাননি।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net