বুধবার, আগস্ট ৬, ২০২৫

পত্রিকা বন্ধের চাপ প্রয়োগ সরকার সমর্থন করে না : নাহিদ ইসলাম

by ঢাকাবার্তা
নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার ।। 

কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা বা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে তা সহ্য করা হবে না।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ–প্রেস সচিব জাহাঙ্গীর আলম অপূর্ব উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, “প্রথম আলো নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা দেখা যাচ্ছে। গতকাল অফিসের সামনে এমন উত্তেজনা ছিল, এবং আজ রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে। চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও অন্যান্য জায়গায় বিক্ষোভ হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, যদি জনগণের কোনো অংশের অভিযোগ বা ক্ষোভ থাকে, তারা শান্তিপূর্ণভাবে সেটি প্রকাশ করতে পারে।”

তিনি আরও বলেন, “কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, আমরা তা সমর্থন করি না। এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে তা সহ্য করা হবে না।”

ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা আহ্বান জানাব, ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে প্রকাশ করুন। মানুষের সভা-সমাবেশের অধিকার রয়েছে, এবং যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমরা জনগণকে অনুরোধ জানাই, যেন তারা কোনো অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে অংশ না নেয়, যাতে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।”

এ দিনটি ঘটনাবহুল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “আজ অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে দেখা গেছে, ভোররাত থেকে ঢাকায় কিছু সাধারণ মানুষকে বাস ও মাইক্রোবাসে করে ঋণ দেওয়ার নাম করে আনা হয়েছে। অহিংস গণ-অভ্যুত্থান নামে একটি প্ল্যাটফর্ম পুরো মিথ্যা প্রচারণা করে মানুষকে নিয়ে এসেছে।”

তিনি জানান, ওই প্ল্যাটফর্মের আহ্বায়ককে পুলিশ হেফাজতে নিয়েছে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net