ডেস্ক রিপোর্ট ।।
ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ব্যারিস্টার আরমান দাবি করেছেন, ২০১৭ সালে টিউলিপকে প্রশ্ন করার পর আইনশৃঙ্খলা বাহিনী তার বাসায় অভিযান চালায় এবং তার স্ত্রীকে ‘মুখ বন্ধ’ রাখার নির্দেশ দেয়।
ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের মতে, চ্যানেল-৪ নিউজে টিউলিপকে প্রশ্ন করার ভিডিও সম্প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী এই পদক্ষেপ নেয়। ফিন্যান্সিয়াল টাইমস জানায়, ২০১৬-২০২৪ সাল পর্যন্ত মীর আহমেদ বিন কাসেমকে হাসিনার গোপন কারাগারে আটক রাখা হয়েছিল।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। হাসিনাসহ আরও ১১ জনের বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
ব্যারিস্টার আরমানের দাবি, হাসিনার সরকারের অধীনে তাকে ও তার পরিবারকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। আইনজীবী মাইকেল পোলকের বক্তব্য অনুযায়ী, টিউলিপের আচরণ ও তার পরিবারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে।
টিউলিপ সিদ্দিক এই অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। লেবার পার্টিও এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছে।