মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করায় জাপানকে সতর্ক করলো রাশিয়া

এক ব্রিফিংয়ে জাখারোভা বলেছেন, জাপান অস্ত্রটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র এখন এটি নিয়ে যা ইচ্ছে তা করতে পারবে। এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যে ইউক্রেনে পৌঁছাতে পারে।

by ঢাকাবার্তা ডেস্ক
ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করায় জাপানকে সতর্ক করলো রাশিয়া

বিদেশ ডেস্ক।।

ইউক্রেনকে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে একটি উদ্যোগের পর জাপানকে সতর্ক করেছে রাশিয়া। বুধবার (২৭ ডিসেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এমন উদ্যোগ রাশিয়া-জাপান সম্পর্কে গুরুতর পরিণতি ডেকে আনবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাপ্তাহিক এক ব্রিফিংয়ে জাখারোভা বলেছেন, জাপান অস্ত্রটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র এখন এটি নিয়ে যা ইচ্ছে তা করতে পারবে। এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যে ইউক্রেনে পৌঁছাতে পারে।

তিনি বলেছেন, এমন পরিস্থিতিকে রাশিয়ার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচনা করা হবে। যা রাশিয়ার সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুতর পরিণতি ডেকে আনবে। ইতোমধ্যে মস্কো ও টোকিওর সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে। বিশেষ করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর মস্কোর সমালোচনায় পশ্চিমাদের সঙ্গে যোগ দিয়েছে জাপান। রাশিয়ার ওপর দেশটি একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।

গত সপ্তাহে জাপান বলেছে, নিজেদের অস্ত্র রফতানির বিধিমালা সংশোধনের পর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাপানের অস্ত্র রফতানি আইনে সরাসরি যুদ্ধে লিপ্ত কোনও দেশকে অস্ত্র সরবরাহে বাধা রয়েছে। তবু এগুলো যুক্তরাষ্ট্র পাঠানোর ফলে ইউক্রেন পরোক্ষ সুবিধা পেতে পারে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সামর্থ্য এতে বৃদ্ধি পাবে।

 

আরও পড়ুন: অবশেষে ন্যাটো জোটে সুইডেনের অন্তর্ভুক্তিতে সমর্থন দিলো তুর্কি পার্লামেন্ট

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net