বিনোদন ডেস্ক।।
গত কয়েক বছর ধরে তাকে ঘিরে যে উন্মাদনা, তাতে এমনটা হওয়ারই ছিল। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারীর তালিকায় তারকা হিসেবে শীর্ষস্থানটি অর্জন করে নিলেন টেইলর সুইফট। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এমনই ১০০ নারীর তালিকা প্রকাশ করেছে বিখ্যাত সাময়িকী ফোর্বস। সেখানেই উঠে এসেছে বিভিন্ন জনপ্রিয় নারী তারকা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। তালিকায় প্রথম নামটি উরসুলা ভন দের লেয়েন। ৬৫ বছর বয়সী এই বেলজিয়ান নারী ২০১৯ সাল থেকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামগ্রিক তালিকায় টেইলর সুইফটের অবস্থান পঞ্চম। ৩৩ বছর বয়সী এই মার্কিন মিউজিক সেনসেশনের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ দশমিক ১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৩০ কোটি টাকারও বেশি! সুইফটের সম্পর্কে ফোর্বসে বলা হয়েছে, তিনি গত অক্টোবরে বিলিয়নিয়ার হয়েছেন। তার সম্পদ বৃদ্ধিতে বিরাট ভূমিকা রেখেছে বহুল আলোচিত ‘দ্য এরাস ট্যুর’ (ধারাবাহিক কনসার্ট)। টেইলর সুইফটই একমাত্র সংগীতশিল্পী, যিনি শুধু গান ও পারফর্মেন্স দিয়ে প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছেন।

সামগ্রিক তালিকায় টেইলর সুইফটের অবস্থান পঞ্চম।। ঢাকাবার্তা।।