শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

মা হারালেন চিত্রনায়িকা পূজা

ঝরনা রায় দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তাঁর ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান।

by ঢাকাবার্তা ডেস্ক
মা হারালেন চিত্রনায়িকা পূজা

বিনোদন ডেস্ক।।

চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝরনা রায় আর নেই। আজ রোববার বেলা ১১টায় তিনি নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। প্রযোজক আবদুল আজিজ বলেন, ঝরনা রায় দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তাঁর ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান। পূজা চেরী সবার কাছে তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করেছেন।

আজ বাসায় তিনি মারা যান। Dhaka Barta।

আজ বাসায় তিনি মারা যান। Dhaka Barta।

আবদুল আজিজ জানান, অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেলটা হেলথ কেয়ারে ভর্তি করানো হয়েছিল। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন ছিলেন। সাত দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়। আজ বাসায় তিনি মারা যান।

আজ বাসায় তিনি মারা যান। Dhaka Barta।

আজ বাসায় তিনি মারা যান। Dhaka Barta।

সচরাচর কথা না বললেও ২০২২ সালে পূজা চেরীর মা ঝরনা রায় গণমাধ্যমের সামনে এসেছিলেন। সে সময় পূজা চেরীকে নিয়ে গণমাধ্যম বেশ কিছু খবর প্রকাশ করলে তিনি এসে জানিয়েছিলেন, তাঁর মেয়ে পূজা ডিপ্রেশনে চলে গেছেন।

 

আরও পড়ুন: ঈদ মিছিলে জেফারকে নিয়ে যোগ দিলেন চঞ্চল

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net