ডেস্ক রিপোর্ট ।।
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রিকশাগার্ল’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ জানুয়ারি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভার্সেটাইল অভিনেত্রী নভেরা রহমান, যিনি চলচ্চিত্রে ‘নাঈমা’ চরিত্রে জীবনের বাস্তব রূপ ফুটিয়ে তুলেছেন।
নভেরা জানান, ‘রিকশাগার্ল’ ঢাকাকে কেন্দ্র করে তৈরি একটি গল্প, যেখানে শহরের রিকশা চালকদের জীবন এবং রিকশা আর্টকে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর জীবনসংগ্রাম এবং সাহসিকতার গল্প চিত্রিত হয়েছে। ঢাকার রিকশা চালকদের জীবনকে কেন্দ্র করে এমন গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করছেন তিনি।
নভেরা আরও বলেন, সিনেমাটিতে অভিনয়ের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। ৩০০ জন প্রতিযোগীর মধ্যে অডিশনের মাধ্যমে তিনি নির্বাচিত হন। রিকশা চালানো শিখতে গিয়ে ঢাকার রাস্তায় বাস্তব যাত্রী নিয়ে রিকশা চালানোর অভিজ্ঞতাকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন। এটি ছিল শারীরিক ও মানসিকভাবে demanding একটি কাজ।

রিকশাগার্ল নভেরা রহমান
চলচ্চিত্রের জন্য রিসার্চের সময় ঢাকায় রিকশা চালানো নারীদের সঙ্গে কথা বলেছেন নভেরা। রিকশার সৌন্দর্য বৃদ্ধি এবং ঐতিহ্যবাহী রিকশা আর্ট সম্পর্কে জানার জন্য তিনি বিশেষ প্রশিক্ষণও নেন।
শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত নভেরা। তার প্রথম কাজ ছিল মাত্র চার মাস বয়সে বিটিভির নাটক ‘দূরে কোথাও’। এরপর তিনি রুবাইয়াত হোসেনের ‘মেইড ইন বাংলাদেশ’, শঙ্খ দাস গুপ্তের ‘সুন্দর টার্ন’, এবং মান্নান হীরার একটি চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয় করেন। থিয়েটারেও তার অবদান উল্লেখযোগ্য।

রিকশাগার্ল নভেরা রহমান
অভিনয়ের পাশাপাশি নভেরা একজন সফল প্রযোজক। বিজ্ঞাপন প্রযোজনার কাজের সঙ্গে যুক্ত তিনি। লন্ডনে ফিল্ম প্রডাকশন ও ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি ঢাকায় প্রযোজনা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
‘রিকশাগার্ল’ ইতিমধ্যে বিশ্বের ৩০টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যের ৫২টি শহরে এটি প্রদর্শিত হয়। নভেরা আশা করেন, দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি দর্শকের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে।