বিনোদন ডেস্ক ।।
বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় মুখ সিমলা, যিনি ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, এখনও পর্দায় ফেরার ইচ্ছা পোষণ করছেন। বয়স ৪০ পার হলেও তিনি জানিয়েছেন, যেকোনো চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত তিনি, তা প্রধান চরিত্র হোক কিংবা পার্শ্বচরিত্র। এক দীর্ঘ সময় ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনে ব্যস্ত থাকার পর, তিনি আবারও অভিনয়জগতে পা রাখার জন্য উদগ্রীব।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার অতীতের কিছু ঘটনাও শেয়ার করেছেন, যা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশেষ করে তার প্রাক্তন স্বামীর সঙ্গে জড়িত বিমান ছিনতাইয়ের ঘটনাটি আবারও আলোচনায় উঠে এসেছে। সিমলা জানান, তিনি চান তার ভালোবাসার কারণে আর কোনো নেতিবাচক ঘটনা যেন না ঘটে।
তিনি বলেন, “আমাকে ভালোবাসলে একটি ফুলই যথেষ্ট। আমি চাই না কখনো আমার জন্য কেউ এমন কিছু করুক।”