স্টাফ রিপোর্টার ।।
স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্বে অবহেলার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রণালয়ের চিঠি পাওয়া গেছে এবং এ বিষয়ে প্রক্রিয়া চলছে। সিদ্ধান্ত নির্বাহী কমিটির বৈঠকে চূড়ান্ত হবে।
২০২৩ সালের ৯ নভেম্বর প্রকৌশলী আফসার আহমেদ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চিকিৎসক স্বপ্নীলের অধীনে এন্ডোস্কপি করানোর সময় এ ঘটনা ঘটে। পরে তার ভাই খায়রুল বাশার চিকিৎসায় অবহেলার অভিযোগ আনেন এবং তদন্তের দাবি জানান।
তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিএমডিসিকে স্বপ্নীলের নিবন্ধন বাতিলের নির্দেশ দেয় এবং ল্যাবএইড হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। তবে স্বপ্নীল দাবি করেছেন, তিনি মন্ত্রণালয়ের চিঠি সম্পর্কে জানেন না এবং নিজেকে নির্দোষ মনে করেন।