ডেস্ক রিপোর্ট ।।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের প্রথম বর্ষ শেষ করেছেন বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ। তবে মার্কিন প্রশাসনের নতুন নীতির কারণে তাঁর শিক্ষাজীবন এখন অনিশ্চয়তায় পড়েছে।
গত বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের হার্ভার্ডসহ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ও অবস্থান বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করে। এতে বর্তমানে পড়ুয়া বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়—অন্যথায় তাঁদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান বাতিলের হুমকি দেওয়া হয়েছে।
হার্ভার্ডে পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স করছেন ২৩ বছর বয়সী এলিজাবেথ। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এই কোর্স শিক্ষার্থীদের জনসেবায় নেতৃত্বের জন্য প্রস্তুত করে।

বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ
বেলজিয়াম রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভানদুরনে জানান, “রাজকুমারী এলিজাবেথ প্রথম বর্ষ শেষ করেছেন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রভাব আগামী দিনগুলোতে স্পষ্ট হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
রাজপ্রাসাদের যোগাযোগ পরিচালক হাভিয়ার বেয়ার্ট বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। পরিস্থিতি স্থিতিশীল হওয়ার জন্য অপেক্ষা করছি।”
এলিজাবেথ বেলজিয়ামের সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী। তিনি রাজা ফিলিপ ও রানি ম্যাথিলদের জ্যেষ্ঠ সন্তান। হার্ভার্ডে ভর্তি হওয়ার আগে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করেন তিনি।
এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে “অবৈধ ও প্রতিহিংসাপরায়ণ” বলে অভিহিত করেছে, যা হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থীর ভবিষ্যতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করে।