ডেস্ক রিপোর্ট ।।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর পদত্যাগের ঘোষণা দেওয়ার পর, উত্তরসূরি নির্বাচনের দৌড় শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড সবচেয়ে আলোচিত নাম।
ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার আলবার্টা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। টরন্টোর দ্য গ্লোব অ্যান্ড মেইলের জ্যেষ্ঠ সম্পাদক হিসেবে সফল সাংবাদিকতার ক্যারিয়ার গড়ে তোলার পর, তিনি ২০১৩ সালে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিতে যোগ দেন। ক্ষমতায় আসার পর, ট্রুডো প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

ট্রুডোর কেবিনেট থেকে গত মাসে পদত্যাগ করেন ক্রিস্টিয়া
গত মাসে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর থেকেই তিনি লিবারেল পার্টির নেতা হওয়ার জন্য প্রার্থিতা করবেন বলে আলোচনা চলছে। যদি তিনি এই লড়াইয়ে জয়ী হন, তাহলে তিনিই হবেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী।
অক্টোবরের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। নতুন প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টি এবং দলটির নেতা পিয়ের পলিয়েভরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দেবেন।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড
অন্য প্রার্থীদের মধ্যে কে এগিয়ে?
ক্রিস্টিয়ার পাশাপাশি ডমিনিক লেব্ল্যাঁ, মেলানি জলি, এবং মার্ক কার্নির নামও আলোচনায় রয়েছে। তবে ক্রিস্টিয়ার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং লিবারেল পার্টিতে তাঁর গ্রহণযোগ্যতা তাঁকে এগিয়ে রাখছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
নতুন নেতা নির্বাচনের বিষয়টি লিবারেল পার্টির সদস্যদের ওপর নির্ভর করবে। তবে জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর এই মুহূর্তে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে অনেকেই এগিয়ে রাখছেন।