শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

সম্পর্ক নষ্ট হলে বাংলাদেশের নয়, ভারতেরই ক্ষতি: এম সাখাওয়াত

by ঢাকাবার্তা
এম সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ প্রতিনিধি ।। 

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে ভারত, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকায় বিআইডব্লিউটিএর নির্মাণাধীন মাল্টিপারপাস জেটি প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, “ভারত আমাদের বড় প্রতিবেশী। তবে তাদের কিছু মিডিয়া ও রাজনীতিবিদ আছেন যারা নির্বাচনের স্বার্থে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এসব কর্মকাণ্ড প্রতিবেশী সম্পর্কের জন্য অশুভ সংকেত।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের অস্থিতিশীলতা ভারতের জন্যও ক্ষতিকর হবে। ১৮ কোটি জনসংখ্যার একটি দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে দিলে ভারতও শান্তিতে থাকতে পারবে না। সুতরাং, সম্পর্ক ভালো রাখা উভয় দেশের স্বার্থেই জরুরি।”

পোশাকশিল্পে ষড়যন্ত্রের অভিযোগ

সাখাওয়াত হোসেন বাংলাদেশের পোশাকশিল্পের সাম্প্রতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “শ্রমিকদের উপর দোষ চাপিয়ে লাভ হবে না। এখানে গভীর ষড়যন্ত্র রয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হবে।”

দূষণমুক্ত পরিবেশ নিয়ে প্রতিশ্রুতি

শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর দূষণ প্রসঙ্গে তিনি বলেন, “নদীগুলোতে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পরিবেশ রক্ষায় সরকার এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। উন্নয়ন কাজেও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা হবে।”

উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম তালুকদারসহ আরও অনেকে।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net