শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

আইফোন ১৭ এয়ারের নকশা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী

মাত্র ৫.৬ মিলিমিটার পুরুত্বের কারণে এটি এখন পর্যন্ত তৈরি সবচেয়ে পাতলা আইফোন।

by ঢাকাবার্তা
আবিদুর চৌধুরী ও আইফোন ১৭ এয়ার। গ্রাফিক, গালা

ডেস্ক রিপোর্ট ।। 

গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আইফোন ১৭ সিরিজের চারটি মডেল উন্মোচন করেছে অ্যাপল। তবে আলোচনার কেন্দ্রে ছিল একেবারে নতুন মডেল আইফোন ১৭ এয়ার। মাত্র ৫.৬ মিলিমিটার পুরুত্বের কারণে এটি এখন পর্যন্ত তৈরি সবচেয়ে পাতলা আইফোন। টাইটানিয়াম ধাতব ফ্রেমে নির্মিত এই ফোনের নকশা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী

আইফোন এয়ারের পুরুত্ব আগের মডেলের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম। ফোনটিতে রয়েছে একটি একক ক্যামেরা, যেখানে টেলিফটো লেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি আরও নিখুঁত করে তোলে। ছোট ব্যাটারি সত্ত্বেও বিশেষ বিদ্যুৎসাশ্রয়ী সফটওয়্যারের কারণে এটি সারাদিন ব্যবহারযোগ্য থাকবে। উন্মোচন অনুষ্ঠানে আবিদুর এই ডিভাইসকে “বিশেষ বিস্ময়” বলে উল্লেখ করেন।

আবিদুর চৌধুরী জন্মেছেন লন্ডনে, বড় হয়েছেন ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে, আর বর্তমানে সান ফ্রান্সিসকোতে অ্যাপলের দলে কাজ করছেন। নিজের ওয়েবসাইটে তিনি লিখেছেন, সমস্যা সমাধান ও নতুন কিছু শেখা তাঁর নেশা, আর তিনি এমন পণ্য তৈরি করতে চান যা ছাড়া মানুষ বাঁচতে পারবে না।

অমিতাভ বচ্চনের দৌহিত্রী নব্য নাভেলি নন্দা আইফোন ১৭ এয়ার দিয়ে টিম কুকের সঙ্গে সেলফি তুলছেন, সঙ্গে আছেন গায়ক আরমান মালিক।

অমিতাভ বচ্চনের দৌহিত্রী নব্য নাভেলি নন্দা আইফোন ১৭ এয়ার দিয়ে টিম কুকের সঙ্গে সেলফি তুলছেন, সঙ্গে আছেন গায়ক আরমান মালিক।

লিংকডইন প্রোফাইল অনুযায়ী, আবিদুর লাফবরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন। শিক্ষাজীবনে তিনি থ্রিডি হাবস স্টুডেন্ট গ্র্যান্ট, জেমস ডাইসন ফাউন্ডেশন বার্সারি, নিউ ডিজাইনারস কেনউড অ্যাপ্লায়েন্সেস পুরস্কার জিতেছেন এবং সেমুর পাওয়েল ডিজাইন উইক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন। ২০১৬ সালে “প্লাগ অ্যান্ড প্লে” প্রকল্পের জন্য মর্যাদাপূর্ণ রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড অর্জন করেন।

কর্মজীবনের শুরুতে তিনি যুক্তরাজ্যের কেমব্রিজ কনসালট্যান্টস ও কারভেন্টায় ইন্টার্নশিপ করেন এবং পরে লন্ডনের লেয়ার স্টুডিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান, এজেন্সি ও স্টার্টআপে কাজ করেন। ২০১৯ সালে অ্যাপলে যোগ দেওয়ার পর থেকে তিনি প্রতিষ্ঠানের উদ্ভাবনী নকশা দলের অংশ হিসেবে কাজ করছেন। সদ্য উন্মোচিত আইফোন এয়ার তাঁর কাজেরই উল্লেখযোগ্য উদাহরণ।

শুধু পেশাগত নয়, ব্যক্তিগত জীবনেও আবিদুর বহুমুখী। অবসরে তিনি ইউকুলেলে বাজান, সাইকেল চালান, ছবি তোলেন এবং রক ক্লাইম্বিং উপভোগ করেন। তাঁর মতে, শখই তাঁকে সৃজনশীল রাখে এবং প্রায়ই নতুন অনুপ্রেরণা দেয়।

অ্যাপলের আইফোন ১৭ সিরিজে আরও রয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। সবগুলোতেই ব্যবহার হয়েছে নতুন এ১৯ প্রো চিপ, উন্নত ক্যামেরা, বড় ডিসপ্লে এবং নতুন রঙের বিকল্প। তবে যে ডিভাইসটি এই সিরিজকে অন্য মাত্রায় নিয়ে গেছে, সেটি নিঃসন্দেহে আইফোন এয়ার—যার নকশার পেছনে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরীর স্বাক্ষর।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net