ডেস্ক রিপোর্ট ।।
রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো ইলেকট্রিক বাইক আনতে চলেছে, যা আগামী মাসে ইটালির মিলান মোটরসাইকেল শোতে (EICMA) উন্মোচিত হবে। বাইকটির প্রোটোটাইপ ইতোমধ্যেই প্রদর্শিত হয়েছে, তবে এবার এই মডেলের প্রোডাকশন ভার্সন উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। রয়েল এনফিল্ডের এই ইলেকট্রিক বাইক মূলত শহুরে পরিবেশে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে, যার লক্ষ্য প্রতিদিনের কমিউটিং সহজ করা।
প্রোটোটাইপে ব্যবহার করা হয়েছে স্ট্রাকচারাল ব্যাটারি, যা রয়েল এনফিল্ডের নিজস্ব ডিজাইন। এ মডেলের ইলেকট্রিক বাইক কোম্পানির জন্য একাধিক নতুন মডেল তৈরির ভিত্তি স্থাপন করবে। রয়েল এনফিল্ডের জনপ্রিয়তা ও দীর্ঘ ইতিহাস বিবেচনা করে, এই উদ্যোগ ইলেকট্রিক মোটরসাইকেলের দুনিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।