স্টাফ রিপোর্টার ।।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ইন্টারনেট পরিষেবায় নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা শুধু ওই প্যাকেজেই নয়, যেকোনো নতুন প্যাকেজ কিনলেও যোগ হবে। এর ফলে গ্রাহক একই প্যাকেজ পুনরায় কিনতে বাধ্য হবেন না।
বিটিআরসি ২০২৩ সালের ডাটা নির্দেশিকা সংশোধন করে নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহক যত ডাটাই অব্যবহৃত রাখুক, তা যেকোনো নতুন প্যাকেজে যোগ হবে। এর আগে সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত ডাটা ক্যারি ফরওয়ার্ডের সুযোগ ছিল।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ডাটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে গ্রাহককে নোটিফিকেশন পাঠাতে হবে। একইসঙ্গে মোবাইল অপারেটরদের ওয়েবসাইটে সব নিয়মিত প্যাকেজের তালিকা প্রকাশ করতে বলা হয়েছে।
বিটিআরসির এই সিদ্ধান্ত গ্রাহকদের বাড়তি সুবিধা প্রদান করবে এবং ইন্টারনেট ব্যবহারে আরও স্বাধীনতা দেবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।
নতুন নিয়মে গ্রাহকদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ব্যবহারে স্বাচ্ছন্দ্য বাড়বে। এটি প্রযুক্তিগত সেবার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।