স্টাফ রিপোর্টার ।।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব মোবাইল ফোন ব্যবহারকারীদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার। শুক্রবার, ১৮ জুলাই দিনটি ‘ফ্রি ইন্টারনেট ডে’ হিসেবে ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ফ্রি ইন্টারনেট ৫ দিন পর্যন্ত ব্যবহার করা যাবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৮ জুলাই সক্রিয় থাকা প্রতিটি মোবাইল নম্বর এই অফারের আওতায় আসবে। মোবাইল অপারেটরদের ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গ্রাহকদের ফ্রি ডেটা অ্যাক্টিভেট করতে নির্দিষ্ট কোড ডায়াল করতে হবে:
- গ্রামীণফোন: *121*1807#
- রবি-এয়ারটেল: *4*1807#
- বাংলালিংক: *121*1807#
- টেলিটক: *111*1807#
বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে জনগণের ডিজিটাল সংযুক্তি ও অংশগ্রহণ আরও শক্তিশালী হবে। এছাড়া প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য স্মরণেও সহায়ক হবে এই আয়োজন।
সরকারি সূত্রে বলা হয়েছে, ডিজিটাল অন্তর্ভুক্তিকে উৎসাহিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছবে বলে আশা করা হচ্ছে।