২২৯
বিনোদন ডেস্ক ।।
জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা এবার দীর্ঘদিন পর বিদেশ সফরে যাচ্ছেন। একমাত্র কন্যা ও সংগীত নিয়ে ব্যস্ত থাকা এই গায়িকা জুন-জুলাই মাসে ইউরোপের চারটি দেশে শো করবেন। ‘বৈশাখী ফেস্টিভ্যাল উইথ সানিয়া সুলতানা লিজা’ শিরোনামের এ ট্যুরে ২২ জুন প্যারিস, ২৯ জুন বেলজিয়াম, ৫ জুলাই সুইজারল্যান্ড ও ১২ জুলাই স্পেনে কনসার্ট করবেন তিনি।

সানিয়া সুলতানা লিজা
শোগুলো আয়োজন করছে বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশন। সংগঠনের প্রতিষ্ঠাতা চয়ন রায় জানান, ট্যুরটি সফল হবে বলে তাদের প্রত্যাশা। লিজাও আশাবাদী, প্রবাসীদের ভালোবাসায় এটি হবে তাঁর একটি স্মরণীয় সফর।