স্টাফ রিপোর্টার ।।
শারদীয় দুর্গাপূজা সামনে রেখে সরকারি কর্মচারীরা পাচ্ছেন টানা চার দিনের ছুটি। ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন তারা। ছুটির তালিকা অনুযায়ী, ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজার সাধারণ ছুটি। এরপরের দুদিন ৩ ও ৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চার দিন বন্ধ থাকবে সরকারি অফিস-আদালত।
অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও দীর্ঘ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। অর্থাৎ মোট ১২ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। এর সঙ্গে যোগ হচ্ছে ২৬ ও ২৭ সেপ্টেম্বরের শুক্র ও শনিবারের ছুটি এবং ৬ অক্টোবর লক্ষ্মীপূজার ঐচ্ছিক ছুটি।
এই সময়ে দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের ছুটির বিষয়টি নির্ধারণ করবে সংশ্লিষ্ট সিন্ডিকেট।
যদিও ২ অক্টোবর সরকারি ছুটি থাকছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাক, হাসপাতাল, চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহসহ জরুরি পরিষেবার কর্মীরা এ সুবিধার বাইরে থাকবেন। একইভাবে জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকেও কাজ চালিয়ে যেতে হবে।
সাধারণত ঈদে সরকারি কর্মচারীরা তিন দিন ও দুর্গাপূজায় একদিন ছুটি পান। তবে অনেক সময় নির্বাহী আদেশে তা বাড়ানো হয়। ২০২৫ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুই ঈদে মোট ১১ দিন এবং দুর্গাপূজায় দুই দিন ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর অনুমোদিত সেই তালিকা অনুসারে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি ঘোষণা করেছে।