স্টাফ রিপোর্টার ।।
পদত্যাগের দাবির মুখে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে আজ বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে।” তিনি আরও জানান, সরকারে আর একদিনও থাকলে তিনি অভ্যুত্থানকারী শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখেই দায়িত্ব পালন করতে চান।
বিকেল পাঁচটার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই পোস্টে মাহফুজ আলম পুরোনো বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করে লেখেন, “আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর ও আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমন সময় এই পোস্টের মাধ্যমে মাহফুজ আলম একটি আত্মসমালোচনামূলক ও সংযত অবস্থান তুলে ধরেন।
পোস্টে তিনি আরও লেখেন, “দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।”
তাঁর মতে, দেশের জনগণকে এখন একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যাঁরা ঐক্যবদ্ধ ছিলেন, তাঁদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।”
মাহফুজ আলমের এই পোস্টকে রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান সংকট নিরসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।