শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫

বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী : মাহফুজ আলম

by ঢাকাবার্তা
মাহফুজ আলম

স্টাফ রিপোর্টার ।।

পদত্যাগের দাবির মুখে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে আজ বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে।” তিনি আরও জানান, সরকারে আর একদিনও থাকলে তিনি অভ্যুত্থানকারী শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখেই দায়িত্ব পালন করতে চান।

বিকেল পাঁচটার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ওই পোস্টে মাহফুজ আলম পুরোনো বক্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করে লেখেন, “আগেকার যেকোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল—সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর ও আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এমন সময় এই পোস্টের মাধ্যমে মাহফুজ আলম একটি আত্মসমালোচনামূলক ও সংযত অবস্থান তুলে ধরেন।

পোস্টে তিনি আরও লেখেন, “দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।”

তাঁর মতে, দেশের জনগণকে এখন একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে যাঁরা ঐক্যবদ্ধ ছিলেন, তাঁদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।”

মাহফুজ আলমের এই পোস্টকে রাজনৈতিক বিশ্লেষকরা বর্তমান সংকট নিরসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন।

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net