রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন টিউলিপ

কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের পদত্যাগ দাবি করেছেন এবং তার সম্পত্তি কেনার প্রক্রিয়া খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন।

by ঢাকাবার্তা
টিউলিপ সিদ্দিক

ডেস্ক রিপোর্ট ।। 

ব্রিটিশ সিটি মন্ত্রী ও আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধে নিয়োজিত এমপি টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন। অভিযোগ উঠেছে, লন্ডনে তার সম্পত্তি ব্যবহারে অনিয়ম রয়েছে।

সোমবার ১০ ডাউনিং স্ট্রিট এই আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, অভিযোগের ভিত্তিতে টিউলিপ নিজেই নিজেকে প্রধানমন্ত্রীর মন্ত্রীদের স্বার্থ সম্পর্কিত স্বাধীন উপদেষ্টার কাছে রেফার করেছেন।

টিউলিপের চীনে ট্রেজারি প্রতিনিধি দলে যোগ দেওয়ার কথা থাকলেও, এ সিদ্ধান্তের ফলে তাকে যুক্তরাজ্যে থেকে নীতিশাস্ত্র উপদেষ্টাকে তদন্তে সহায়তা করতে হবে। স্যার লরি ম্যাগনাস এখন টিউলিপের বিরুদ্ধে লন্ডনের দুইটি ফ্ল্যাট ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছেন।

অভিযোগ প্রসঙ্গে টিউলিপ সিদ্দিক বলেছেন, “আমি কোনো ভুল করিনি। তবে, সন্দেহ দূর করতে স্বাধীনভাবে তদন্তের অনুরোধ জানাচ্ছি।” তিনি আরও জানিয়েছেন, গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু তথ্য ভুল।

অন্যদিকে, কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের পদত্যাগ দাবি করেছেন এবং তার সম্পত্তি কেনার প্রক্রিয়া খতিয়ে দেখতে আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লন্ডনে তার সম্পত্তি ব্যবহারের বিষয়ে অনিয়মের অভিযোগ ওঠে। ডিসেম্বরের মাঝামাঝিতে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর থেকেই টিউলিপের ওপর চাপ বাড়তে থাকে।

এই পরিস্থিতিতে টিউলিপের বিরুদ্ধে অভিযোগের স্বাধীন তদন্ত এবং পদত্যাগের দাবিতে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।

 

You may also like

প্রকাশক : মানজুর এলাহী

সম্পাদক : হামীম কেফায়েত

ব‌ইচিত্র পাবলিশার্স
প্যারিদাস রোড, বাংলাবাজার, ঢাকা ১১০০
যোগাযোগ : +8801712813999
ইমেইল : news@dhakabarta.net